দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল: শিক্ষামন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সংসদসহ সর্বস্তরে প্রতিনিধিত্ব নিশ্চিত করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।

আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এর আগে ডা. দীপু মনি বলেন, নারী দিবসের প্রথম প্রহরে নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে হবে, কারণ নারীকে পিছিয়ে দেওয়ার এটাই সবচেয়ে বড় কারণ।

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আরেক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পুরুষের পাশাপাশি নারীরা এগিয়ে যাচ্ছে সব ক্ষেত্রে। তবে শিশু বয়স থেকেই নারী-পুরুষ সমতা নিশ্চিত করতে হবে। সবার আগে নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে হবে।

এ বছর নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ।’ নারীর প্রতি সব ধরনের বৈষম্য আর অন্যায় অবসানের লক্ষ্যে ‘নারী পুরুষের সমতা, টেকসই আগামীর মূলকথা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close