দেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য
বাংলাদেশে মাউন্ট এলিজাবেথের মত হাসপাতাল করতে চায় চীন, তুরস্ক, সৌদি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের মত করে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চাচ্ছে চীন, তুরস্ক এবং সৌদি আরব। তারা আলাদাভাবে হাসপাতাল তৈরির আগ্রহের কথা জানিয়ে ঢাকার আশপাশে জমি চেয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে।
করোনার সময় দেশগুলোর পক্ষ থেকে সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়। তবে তিন দেশই তাদের প্রস্তাবে বলেছে, বাংলাদেশ থেকে প্রতিবছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান, তাঁদের কথা মাথায় রেখেই এ দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ দেখিয়েছে তিন দেশ।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তিন দেশের হাসপাতাল করার প্রস্তাব নিয়েই এখন যাচাই-বাছাই চলছে। বাংলাদেশ তিন দেশকেই হাসপাতাল করার জায়গা দেবে কি না বা দিতে পারবে কি না, সেটিও নিশ্চিত হয়নি।
চীনের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের বিভাগ বা জেলা পর্যায়ে একটি করে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চায় তারা। থাইল্যান্ড ও সিঙ্গাপুরের হাসপাতালের তুলনায় তাদের হাসপাতালে চিকিৎসা খরচ অনেক কম হবে বলেও প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে তারা মোট ৫০ হাজার শয্যার হাসপাতাল করতে চায় বাংলাদেশে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের আদলে হাসপাতাল করার আগ্রহ সিএমইসির।
প্রস্তাবিত হাসপাতাল পুরোপুরি অনলাইননির্ভর হবে। এ হাসপাতাল বাংলাদেশীদের জন্য বিশাল কর্মসংস্থান হিসেবে কাজে লাগবে। কারণ হাসপাতালে ৭০ শতাংশ চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ থেকে। বাকি ৩০ শতাংশ বাংলাদেশের বাইরে থেকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণে গড়ে তোলা হবে প্রশিক্ষণ ইনস্টিটিউট। হাসপাতাল নির্মাণের আগে সব ধরনের সমীক্ষা করবে সিএমইসি। তাদের মতে, বাংলাদেশে স্বাস্থ্য খাতে নতুন বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘তিন দেশ থেকে পাওয়া হাসপাতাল তৈরির প্রস্তাব আমাদের জন্য সুযোগ। তবে আমাদের জমির সমস্যা আছে।
/আরএম