দেশজুড়েপ্রধান শিরোনাম
“বাংলাদেশে দেড় কোটি মানুষ ভাতা পাচ্ছে”
ঢাকা অর্থনীতি ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে দেড় কোটি মানুষ নানাভাবে ভাতা পাচ্ছে, যা ইউরোপের দেশগুলোতেও চালু নেই।
শুক্রবার বিকেলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
বাংলাদেশের অবস্থা ১২ বছর আগে কী ছিল, আজ কী অবস্থায় পৌঁছেছে, সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য এ সময় দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, সামনে পৌরসহ নানা নির্বাচন রয়েছে। এসব নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা অংশগ্রহণ করবে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তথ্যমন্ত্রী বলেন, অনেকে লুটপাট করে পিঠ বাঁচাতে, লুণ্ঠিত সম্পদ রক্ষা করতে নৌকায় উঠতে চায়। তবে তাদের কাউকে সেই সুযোগ দেয়া হবে না।
কক্সবাজারে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার কক্সবাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ স্বপ্নেও ভাবেনি কক্সবাজার পর্যন্ত রেললাইন আসবে। কিন্তু তা আজ বাস্তবে রূপ নিয়েছে। আগামী বছর ঢাকা থেকে কক্সবাজারে রেল পৌঁছাবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে।
/এন এইচ