দেশজুড়েপ্রধান শিরোনাম
বাংলাদেশে চাঁদ দেখার জন্য এবার আসছে আধুনিক যন্ত্র
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাঁদ দেখতে উন্নত প্রযুক্তির যন্ত্র কিনতে যাচ্ছে সরকার। এবার শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সোমবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী সাংবাদিকদের বলেন, চাঁদ দেখা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো বিতর্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি। মন্ত্রণালয় বলেছে তারা চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্র কিনবে। তিনি বলেন, চাঁদ দেখার জন্য টেলিস্কোপ থাকলেও তা আধুনিক নয়। এ লক্ষ্যে অত্যাধুনিক যন্ত্র কেনার পরিকল্পনা করেছে।
/আরএম