খেলাধুলাবিশ্বজুড়ে

বাংলাদেশে আসছেন ব্রাজিলের জুলিও সিজার

ঢাকা অর্থনীতি ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষে আগামী ২২ জানুয়ারি বিকেলে একদিনের সফরে ঢাকায় আসবেন ব্রাজিলের সাবেক তারকা গোলরক্ষক জুলিও সিজার। বাফুফেতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

এ সময় বাফুফের ট্রেনিং একাডেমি পরিদর্শনের পাশাপাশি বেশকটি কার্যক্রমে অংশ নেবেন জুলিও এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

২০০৬, ২০১০ ও ২০১৪ সালের এই তিন বিশ্বকাপে ব্রাজিলের গোলবারের অতন্দ্রপ্রহরী ছিলেন, গোলরক্ষক জুলিও সিজার। ব্রাজিলের এই সাবেক তারকা গোলকিপারের ২২ বছরের ফুটবল ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ।

২০০৪ সালে জাতীয় দলে অভিষেক হয় সিজারের। ব্রাজিলের জার্সিতে ৮৭ ম্যাচ খেলার পাশাপাশি ইন্টার মিলানের হয়ে ট্রেবল জয়, চ্যাম্পিয়নস লিগের শিরোপা, ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষকের।

এদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপকে ভিন্ন মাত্রা দিতেই জুলিও সিজারকে আনা হয়েছে। সফরে বাফুফের ট্রেনিং একাডেমি পরিদর্শনের পাশাপাশি বেশকটি কার্যক্রমে অংশ নেবেন জুলিও সিজার।

বঙ্গবন্ধু গোল্ডকাপের আকর্ষণ বাড়াতে কিংবদন্তী ফুটবলার আনার পরিকল্পনটা অবশ্য আগেই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রচারণার অংশ নিতে আগামী ২২ জানুয়ারি বিকেলে ঢাকায় আসবেন জুলিও সিজার। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সংক্ষিপ্ত সফর শেষে ২৩ জানুয়ারি মধ্যরাতে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেবেন জুলিও সিজার।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close