দেশজুড়ে

বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ আটক ১৮

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে বাংলাদেশ বডারগার্ড বিজিবি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে সীমান্তের জুলুলি বিওপি এলাকা দিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও আটজন পুরুষ রয়েছে। তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা হয়েছে। গত নভেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৫শ জনকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close