বিশ্বজুড়ে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো সুগভীর করতে চায় যুক্তরাষ্ট্র

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো সুগভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে জো বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট বাইডেন স্বাক্ষরিত আনুষ্ঠানিক গ্রহণপত্রে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের পরিচয়পত্র প্রদানের প্রথাগত আনুষ্ঠানিক আয়োজন করেনি যুক্তরাষ্ট্র। পরিচয়পত্র গ্রহণের বিষয়টি ‘পেপার-বেইজড’ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close