দেশজুড়ে
‘বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় জাইকা’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়েছেন জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রধান শিনিচি কিতাওকা।
জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গিয়ে তিনি এ কথা বলেন।
এসময় পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাইকা প্রধান। এছাড়া বাংলাদেশের প্রবৃদ্ধিকে উল্লেখযোগ্য মন্তব্য করে, মানব সম্পদ উন্নয়নে জাইকার সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতিও দেন কিতাওকা।
জাপানের মতোই কৃষি অর্থনীতি থেকে শিল্প অর্থনীতিতে বাংলাদেশকে রূপান্তর করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।