দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশের মাথা পিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবেঃ তথ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজ বাংলাদেশের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি। কিছুদিনের মধ্যে বাংলাদেশের মাথা পিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে।

মঙ্গলবার ঢাকাস্থ রাঙ্গুনিয়া উপজেলা সমিতির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন।

ড. হাছান বলেন, বাংলাদেশ বর্তমানে সব সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বের এক নম্বরে। সবাইকে সম্মিলিতভাবে উন্নয়নের এই ধারাকে আরো এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠান শুরুর আগে তথ্যমন্ত্রী ফলক উন্মোচন করে কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ঢাকাস্থ রাঙ্গুনিয়া উপজেলা সমিতির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close