খেলাধুলাপ্রধান শিরোনাম
বাংলাদেশের ক্রিকেটের জন্য আর্জেন্টিনার ভালোবাসা
ঢাকা অর্থনীতি ডেস্ক: কাতার বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে তৈরি হয়েছে এক সৌহার্দের সেতু। আর্জেন্টাইনরা জেনেছে তাদের কোটি ফুটবল ভক্ত এদেশে রয়েছে। আর্জেন্টাইন নাগরিক, মিডিয়ারা বাংলাদেশের ভক্তদের কর্মকাণ্ডে মুগ্ধতা প্রকাশ করছে।
বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা নিয়ে দেশটির গণমাধ্যমে এ নিয়ে বেশ কয়েকবার সংবাদও প্রচার হয়েছে।এছাড়া বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
নতুন খবর হলো, আর্জেন্টাইনরা বাংলাদেশিদের এইসব কর্মকাণ্ডে কৃতজ্ঞতাবোধ করছেন। আর সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে কার্পণ্য করছেন না। ক্রিকেট এ দেশের জনপ্রিয়তম খেলা জেনে তারা খুলে বসেছে ‘ফ্যানস আর্জেন্টিনোস দ্য লা সেলেসিয়ন দ্য ক্রিকেট দ্য বাংলাদেশ’ নামের গ্রুপ। বাংলায় যেটির অর্থ দাঁড়ায়, ‘বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী’।
এবার জানা গেল ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন ‘টেলিভিশন আর্জেন্টিনা।
আর সেই জয়ের পরই নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশকে। সেই পোস্টে লিখেছে, কাম অন বাংলাদেশ! বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে এক উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে। ম্যাচের নায়ক ছিলেন মেহেদী মিরাজ ও মোস্তাফিজুর রহমান। আর্জেন্টিনার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, অসাধারণ বিজয়ের উদযাপন।
এরপর দুই দেশের পতাকার ছবি দিয়ে তার মধ্যখানে হৃদয় সম্বলিত চিহ্ন দিয়ে পোস্ট করে তারা।