শিল্প-বানিজ্য
বাংলাদেশের কাছে সামরিক প্রতিরক্ষা সামগ্রী বিক্রয়ে আগ্রহী জাপান
ঢাকা অর্থনীতি ডেস্ক: শিগগিরই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট শুরু হবে বলে জানালেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। দেশটি বাংলাদেশের কাছে সামরিক প্রতিরক্ষা সামগ্রী বিক্রয়ে আগ্রহী বলেও জানান তিনি। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন জাপানের ৬৮ শতাংশ বিনিয়োগকারী আকৃষ্ট জানিয়ে এ কূটনীতিক বলেন, দুই দেশের মধ্যে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তির প্রস্তাবে শিগগিরই সিদ্ধান্ত জানাবে টোকিও।
করোনা মহামারির সময় এক দেশের সঙ্গে আরেক দেশের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। আকাশপথে বন্ধু রাষ্ট্র জাপানের সঙ্গে সরাসরি বন্ধ হওয়া ফ্লাইট আবারও চালুর সুখবর দিলেন দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি।
মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন-ডিক্যাবের আলোচনায় তিনি জানান, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইটটি শুধু যোগাযোগ নয়, ব্যবসায় নতুন মাত্রা আনবে।
বাংলাদেশে নিযুক্ত জাপান রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ঢাকা ও নারিতা মধ্যে সরাসরি ফ্লাইটটি শিগগিরই চালু হবে। এতে আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে অবস্থিত ৬৮ শতাংশ জাপানি কোম্পানির ব্যবসা সম্প্রসারিত হবে।
ঢাকার দেয়া অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তির প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই চলছে বলেও জানান জাপান রাষ্ট্রদূত। এছাড়া অস্ত্র বিক্রিতে জাপানের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাংলাদেশের কাছে রাডারসহ সামরিক প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করতে আগ্রহী দেশটি।
তিনি বলেন, সামরিক প্রতিরক্ষা সামগ্রী বিক্রির বিষয়ে সাম্প্রতিক কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে এসেছিল। জাপানের মন্ত্রণালয়গুলো সামরিক প্রতিরক্ষা সামগ্রী বিক্রির সম্ভাবনাটি বিবেচনা করছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারসহ সব আন্তর্জাতিক ফোরামে জাপান আলোচনা চালিয়ে যাচ্ছে জানিয়ে ইতো নাওকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এ বিষয়ে আরও মনোযোগী হওয়া জরুরি।
/এএস