দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশেও আগামী মাসের শুরুতেই ভ্যাকসিন পাওয়ার আশাঃ কাদের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশেও আগামী মাসের শুরুতেই ভ্যাকসিন পাওয়ার আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির মাস্ক ও করোনা স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আমাদের দেশেও আগামী মাসের শুরুতেই ভ্যাকসিন পেতে পারি। এ সময় তিনি সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

দেশে বিভিন্নমুখী ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রতিপক্ষ আমাদের ইতিবাচক আলোচনা না করে বেকায়দায় ফেলে দিতে চায়। বিভিন্ন সামাজিক ধর্মীয় আন্দোলনের উস্কানিতে একটি গোষ্ঠী সহায়তা করছে। তারা বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।

রোহিঙ্গা ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে এদেশে আছে, এটা বাংলাদেশের জন্য বড় বোঝা। কিছু কিছু আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা স্থানান্তরে বাধা দিয়ে সংকট সমাধানে বাধা সৃষ্টি করছে। বাধা না দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

স্থানীয় নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে যারা পেছন থেকে বিদ্রোহের মদদ দেবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close