বিশ্বজুড়েভ্রমন

বাংলাদেশী পর্যটকদের এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিল মালয়েশিয়া

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ৩০ হাজার ভ্রমণপিপাসুদের ফিরিয়ে দিল মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩০ হাজার ভ্রমন পিপাসুদের মালয়েশিয়ার বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ভ্রমণে আসা পর্যটকদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ এবং প্রবেশের পর কোথায় অবস্থান করবে তা সঠিকভাবে বলতে না পারায় তাদেরকে ইমিগ্রেশনের কাউন্টার থেকেই ফিরিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের জানান, ফিরিয়ে দেয়া দেশের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং চায়নার নাগরিক।

অভিবাসন বিভাগের প্রধান আরো জানান, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ার পোর্ট সিপাং কেলআই ১ এবং কে এল আই ২ তে আসা বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুদের কাছে জানতে চাওয়া হয় তারা কোথায় থাকবে এবং কি পরিমাণ টাকা তারা নিয়ে এসেছে। এমন প্রশ্নের জবাবে অনেকেই দুইশত মালয় রিংগিত এবং কোথায় থাকবে তার সঠিক কোনো জবাব না দেয়ায় এয়ারপোর্ট থেকেই যারযার দেশে তাদের ফেরত পাঠানো হয়।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close