প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

বাংলাদেশীদের জন্য ভারতের শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে: হাইকমিশনার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস জানিয়েছেন, ‘বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষাবৃত্তি ভারত প্রতি বছর দিয়ে থাকে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রংপুর নগরীর আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম তলার একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পূর্ব শালবন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটি রংপুর চেম্বার পরিচালনা করে।

ভারতীয় হাই কমিশনার বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেশ ও জনগণের উন্নয়নে এর কোনও বিকল্প নেই। উন্নত ও শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম।’ আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের, দেশের তথা বিশ্বের কল্যাণে কাজ করা আহ্বান জানান তিনি।

ভারতীয় হাই কমিশনার বলেন,  ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নিয়ে কাজ করছে, এর বাস্তবায়নে ভারত সরকার সব সময় পাশে থাকতে চায়। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, নগর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আইটি পার্ক নির্মাণসহ শিশুকল্যাণে ভারত সরকার বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে।’

তিনি ভারতীয় অনুদানে স্থাপিত সায়েন্স ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি পরিদর্শন করেন।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close