স্টাফ রিপোর্টার:
ব্রুনাইয়ের দারুস সালাম ইউনিভার্সিটি প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয়। আগামী ২০২৬–২৭ শিক্ষাবর্ষে বিনা মূল্যে বৃত্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের লিংকঃ https://ubd.edu.bn/admission/graduate/graduate-fees-funding/
সুযোগ-সুবিধা—
*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ, প্রতি মাসে শিক্ষার্থীদের সরকার নির্ধারিত হারে মাসিক ভাতা প্রদান (পরিমাণ প্রোগ্রামভেদে ভিন্ন), রেজিস্ট্রেশনের খরচ প্রদান এবং অন্য ফি মওকুফ।







কমেন্ট করুন