বিশ্বজুড়ে

বাংলাদেশিদের বাসা ভাড়া দেবে না ব্যাঙ্গালুরু!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের ব্যাঙ্গালুরুর বিভিন্ন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশি কর্মীদের। এসব অ্যাপার্টমেন্টে কোনও বাংলাদেশি কর্মীকে বাসা ভাড়া দেওয়া হবে না। কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড়ের প্রেক্ষিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই বিভিন্ন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে শহরটির প্রধান টেক করিডোর হিসেবে খ্যাত হোয়াইটফিল্ড, মারাথাহল্লি এবং ইলেকট্রনিক্স সিটি-র নিয়োগদাতা এজেন্সিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাভাষী গৃহপরিচারিকা, নিরাপত্তারক্ষী বা অন্য কর্মীদের যেন তাদের অ্যাপার্টমেন্টে পাঠানো না হয়।

অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোর বাসিন্দারা জানিয়েছেন, অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতোমধ্যেই তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, আইনি জটিলতা এড়াতে তারা যেন বাংলাভাষীদের নিয়োগ না দেন।

Related Articles

Leave a Reply

Close
Close