দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের পর এবার বাংলাদেশিরাও ইতালিতে প্রবেশ করতে পারবে না। এমন নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাংলাদেশিদেরও ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

করোনা সংক্রমণ রোধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইতালি। এর অংশ হিসেবে এবার দেশটি বাংলাদেশি নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

মঙ্গলবার রাতে এক অধ্যাদেশে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পারান্সা স্বাক্ষর করার পর থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। এতে বলা হয়, গত ১৪ দিন ভারত কিংবা বাংলাদেশে অবস্থান করেছেন এমন কোন যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেয়া হবে না। ভারত এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির ওপর তাদের ইতালি সরকার নজর রাখছে বলেও জানানো হয়।

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সমুদ্রসৈকতের গ্রীষ্মকালীন ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। যাদের বেশির ভাগই বছরে মাত্র তিন মাস সি বিচে ব্যবসা করে থাকেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close