ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
বাংলাদেশকে ১৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে এডিবি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘সেকেন্ড সিটি রিজিঅন ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পে বাংলাদেশকে ১৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে এশিয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
মঙ্গলবার (১ অক্টোবর) এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চুক্তি স্বাক্ষর করা হয়। এতে বাংলাদেশের পক্ষে ইআরডির সচিব মনোয়ার আহমেদ ও এডিবির পক্ষে বাংলাদেশের আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী এডিবি ১৫ বিলিয়ন ডলারের মধ্যে সাড়ে সাত বিলিয়ন ডলার ২ শতাংশ সুদে ঋণ দিবে। প্রকল্পের মাধ্যমে ঢাকা ও খুলনা বিভাগের নির্বাচিত নগর ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, সেবাদানকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন করা হবে বলে জানানো হয়।