দেশজুড়েপ্রধান শিরোনাম
বাঁশঝাড়ে ‘মিনি ক্যাসিনো’, ৫ জুয়াড়ি গ্রেফতার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়ার আদমদীঘিতে মিনি ক্যাসিনো চলাকালে সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড়আখিড়া গ্রামের একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের মনছুর আলীর ছেলে রোস্তম আলী (৩০), খয়বরের ছেলে সোহাগ (২৮), কায়ছারের ছেলে শরিফুল ইসলাম (৩০), ছায়েদ আলীর ছেলে সামছুর রহমান (৩২) ও তহির উদ্দীনের ছেলে মোজাম সরদার (৪২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামের বাঁশ ঝাড়ে এক দল জুয়াড়ি দীর্ঘদিন ধরে মিনি ক্যাসিনো বসিয়ে জুয়া খেলে আসছিল এমন গোপন সংবাদে রোববার সন্ধ্যায় ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।