দেশজুড়েপ্রধান শিরোনাম
বস্তির ৩০০ পরিবার পেলো আধুনিক ফ্ল্যাট
![](https://www.dhakaorthoniti.com/wp-content/uploads/2021/08/বস্তির-৩০০-পরিবার-পেলো-আধুনিক-ফ্ল্যাট.jpg)
ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর মিরপুরে বস্তিবাসীদের জন্য ৫৩৩টি আধুনিক ফ্ল্যাট নির্মাণ করেছে সরকার। ব্যয় হয়েছে ১৪৯ কোটি টাকা। বস্তির ঝুপড়ি ঘরের সমান বা তার চেয়েও কম ভাড়ায় এসব আধুনিক ফ্ল্যাটে থাকার সুবিধা পাচ্ছেন বস্তিবাসীরা।
মঙ্গলবার (৩ আগস্ট) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্ব-অর্থায়নে বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত ভাড়াভিত্তিক ৩০০টি ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দফায় বাকি ২৩৩টি ফ্ল্যাট হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে নির্বাচিত তিন জন উপকারভোগী বস্তিবাসীর হাতে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এই সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন সময় বস্তি পরিদর্শনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিভিন্ন সময় বস্তিতে ঘুরার সময় দেখেছি তাদের মানবেতর জীবন। বস্তিতেও তাদের ভাড়া দিয়ে থাকতে হয়। সেখানে রান্নার আলাদা ব্যবস্থা থাকে না, বাথরুমের জন্য লাইন ধরতে হয়। কিন্তু এসব ফ্ল্যাট স্বাস্থ্যসম্মত ও উন্নত-আধুনিক সুবিধা সম্বলিত। আজকে ফ্ল্যাট পেয়ে বস্তির এই মানুষগুলো সুন্দর জীবন পাবে এটা ভেবে ভালো লাগছে।
পর্যায়ক্রমে বস্তিবাসীদের জন্য আরও ভাড়াভিত্তিক ফ্ল্যাট করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।