দেশজুড়ে
বস্তিবাসীদের টিকা কার্যক্রমের তৃতীয় দিন আজ
ঢাকা অর্থনীতি ডেস্ক: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে রাজধানীর বনানীর কড়াইল বস্তিবাসীকে ৩য় দিনের মতো করোনার টিকা দেয়া হচ্ছে আজ।
তৃতীয় দিনে টিকার জন্য বিভিন্ন স্থানে বস্তিবাসীকে লম্বা লাইন দিয়ে দাড়িয়ে থাকতে দেখা গেছে।
বস্তিতে বসবাসরত ১৮ বছরের উপরের সবাইকে টিকার আওতায় আনা পর্যন্ত চলবে এই গণটিকা কার্যক্রম। ধীরে ধীরে সব বস্তিবাসীকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
বস্তিতে নিবন্ধন না থাকলেও এনআইডি আর জন্মসনদের কাগজের মাধ্যমে স্পট রেজিস্ট্রেশন করে টিকা দেয়া হচ্ছে। কড়াইল বস্তির জন্য প্রায় ৫ লাখ টিকা বরাদ্দ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এদিকে, টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন বস্তিবাসী।
এছাড়াও, স্কুল-কলেজ মিলিয়ে করোনা টিকা দেয়া হয়েছে প্রায় ২ লাখ শিক্ষার্থীকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।