দেশজুড়ে

বস্তার নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর কদমতলীতে একটি দোকানে কাজ করার সময় বস্তার নিচে চাপা পড়ে টিটু (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। টিটুর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তিনি রাজধানীর ফতুল্লায় থেকে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত তিনজন হলেন- গজনবী (৫০), জাহাঙ্গীর (৪৫) ও বাহারুল (৪৫)।

টিটুর সহকর্মী শামসুল হক জানান, দুপুরে তারা কদমতলী মুন্সিখোলায় একটি গোডাউনে কাজ করছিলেন। এ সময় গোডাউনে সারিবদ্ধভাবে থাকা বস্তা সরানোর সময় উপর থেকে ওই চারজনের ওপর পড়ে সেগুলো। এতে তারা বস্তার নিচে চাপা পড়লে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক টিটুকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদমাধ্যমে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Close
Close