প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গোপালগ‌ঞ্জের বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ের চলমান আন্দোলন স্থ‌গিত ঘোষণা করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকা‌লে বিশ্ব‌বিদ্যাল‌য়ের জয়বাংলা চত্ব‌রে অনু‌ষ্ঠিত সংবাদ সম্মেলনে লি‌খিত বক্তব্য পাঠ ক‌রেন আন্দোলনরত শিক্ষার্থী‌দের প‌ক্ষে এমএস‌সি বিভা‌গের শিক্ষার্থী আল গা‌লিব।

লি‌খিত বক্ত‌ব্যে বলা হয়, গত ১২ দি‌নের ভি‌সিবি‌রোধী আন্দোল‌নে  যারা তা‌দের‌কে সর্বাত্মক সহায়তা ক‌রে‌ছেন তা‌দের প্র‌তি কৃতজ্ঞতা জানান। তাছাড়া তা‌দের আন্দোলনের ফল হিসে‌বে দুর্নী‌তিবাজ ও নারী কে‌লেঙ্কারির হোতা আন্দোল‌নের মু‌খে পদত্যা‌গে বাধ্য হ‌য়ে‌ছেন। এসব তু‌লে ধর‌তে গণমাধ্যম ক‌র্মীরা যে সত্য কথা তু‌লে ধ‌রে‌ছেন তা‌দের‌সহ ইউজিসির তদন্ত ক‌মি‌টি তা‌দের প্র‌তি‌বেদ‌নে স‌ঠিক তথ্য প্রকাশ করায় তা‌দের‌কেও ধন্যবাদ জানান।

ত‌বে অনিয়ম ও দুর্নী‌তিবাজ সদ্য পদত্যাগী ভি‌সি প্র‌ফেসর ড. খোন্দকার না‌সিরউদ্দিন ও তা‌কে যারা সহ‌যো‌গিতা ক‌রে‌ছে তা‌দেরকে বিচা‌রের আওতায় আনার দাবি জানা‌নো হয়।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পা‌সে  রং মে‌খে, একে অন্য‌কে জ‌ড়ি‌য়ে ধ‌রে আবিরের রঙে রা‌ঙি‌য়ে আনন্দ উল্লাস কর‌ছে। এক কথায় আবিরের রঙে র‌ঙিন হ‌য়ে গে‌ছে পু‌রো ক্যাম্পাস।

আন্দোলনের মুখে সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন  উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন।

এর আগে রোববার রাতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস ত্যাগ করে তিনি। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ার পর অপসারণের সুপারিশ করে।

প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়। সেগুলো হলো, উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তার প্রমাণ হয়েছে, তিনি (খোন্দকার নাসির উদ্দিন) বিশ্ববিদ্যালয় পরিচালনার যোগ্য নন, তাই তাকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া এবং তার বিরুদ্ধে আনা বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় সেসব বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ।

দুর্নীতি, অনিয়ম, নারী কেলেঙ্কারি ও বাক-স্বাধীনতা হরণের অভিযোগে উপাচার্যের পদত্যাগসহ ১৪ দফা দাবিতে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করা হলে আন্দোলনের সূত্রপাত হয়।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close