দেশজুড়ে

বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল হাতের কবজি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে খেলতে গিয়ে কসটেপ পেঁচানো বস্তু বিস্ফোরণে কবজি উড়ে গেছে ৮ বছরের এক শিশুর। এ সময় অপর আরেক শিশু আহত হয়। পরে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের মধ্য বাঘরা এলাকায় এ ঘটনা ঘটে। কবজি উড়ে যাওয়া আট বছরের শিশু আব্দুল্লাহকে পঙ্গু হাসপাতালে ও মুখে আঘাতপ্রাপ্ত আট বছরের শিশু মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে মাঠে খেলতে যায় ওই দুই শিশু। সে সময় মাঠের পাশে হঠাৎ বল ভেবে একটি বস্তু কুড়িয়ে খেলা করার সময় বিস্ফোরণ হয়। এতে শিশু আব্দুল্লাহর হাতের কবজি উড়ে যায় এবং মারিয়ার মুখমণ্ডল দগ্ধ হয়।

আহত আব্দুল্লাহর বাবা বলেন, ‌দুপুরে বাড়ির পাশে খেলা করতে যায় শিশুরা। সেখানে পড়ে থাকা বল ভেবে একটি বস্তু ধরলে বিস্ফোরণের শব্দ হয়। পরে আমার স্ত্রী গিয়ে দেখে কবজি উড়ে গেছে। এখানে কীভাবে এটি এলো আমরা জানি না।‌

শ্রীনগর বাঘরা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জুবায়ের হোসেন বলেন, ‌মধ্য বাঘরায় দুই শিশু আহত হয়েছে। আব্দুল্লাহর কবজি উড়ে গেছে এবং মারিয়ার মুখমণ্ডলে দগ্ধ হয়েছে। কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখরো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। আহতদের একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিস্ফোরিত বস্তুটি ককটেল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়াধীন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close