ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে জলাশয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে একটি জলাশয় থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল লস্কর।
এর আগে বুধবার (২৪ জুন) গভীর রাতে উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় শাখা সড়কের পাশের একটি জলাশয় থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানান, বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার একটি সড়কের পাশের জলাশয়ে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল লস্কর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে।
এ ঘটনা ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।