দেশজুড়েপ্রধান শিরোনাম
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প কাজ শুরু জানুয়ারি থেকে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ জানুয়ারি থেকে আমিনবাজার ল্যান্ডফিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ পুরোদমে শুরু হবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে প্রকল্পটির জায়গা পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
তিনি জানান, ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি থেকে বিদুৎ উৎপাদন শুরু হবে। প্রতি ঘণ্টায় উৎপাদন হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ। এজন্য প্রতিদিন ৩ হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে ডিএনসিসি। উৎপাদিত বিদুৎ কিনবে বিদ্যুৎ বিভাগ, যা যুক্ত হবে জাতীয় গ্রীডে।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্পে অর্থায়ন করছে চীন। ২৫ বছর প্রকল্পটির দ্বায়িত্ব থাকবে চীনা প্রতিষ্ঠান সিএমইসি। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-ও প্রকল্পের জায়গা পরিদর্শনে যান। এ সময় তিনি জানান, স্মার্ট দেশ গঠনে তার দেশ বাংলাদেশের পাশে আছে।
/এএস