দেশজুড়ে

বরিশালে ভুয়া চিকিৎসককে জরিমানা ও কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রফিকুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা এলাকার মৃত হাতেম আলী মোল্লার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলা সদরের সিনেমা হল বাজার সংলগ্ন চেম্বার থেকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। এর পর তাকে সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এসময় রফিকুল ইসলামকে তার সার্টিফিকেটের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আদালতের কাছে কোনো সদোত্তর দিতে পারেননি। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আদালত তাকে ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রফিকুল ইসলাম ২ মাস ধরে ওই এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রায় ২০০ জন নারী সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিয়ে আসছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Close
Close