দেশজুড়ে
বরিশালে প্রাইভেটকারে বিয়ের স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরিশালে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হলেও যাত্রী পরিবহনে অভিনব পন্থা অবলম্বন করেছে এক মাইক্রোচালক। মাইক্রোসের সামনে “শুভ বিবাহ” লেখা স্টিাকার সংযুক্ত করে বরিশাল থেকে মাওয়া যাত্রী পরিবহনের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। তাও আবার ৯ সিটের গাড়ীতে চাপাচাপি করে ১৪ জন বসিয়ে যাত্রী পরিবহন করছিলো ঐ ড্রাইভার রাজিব শেখ।
নথুল্লাবাদ বাসি টার্মনালে যাত্রী উঠানোর সময় নিয়মিত ভাড়ার চেয়ে ২ গুণ বেশি ভাড়া আদায়কালে যাত্রীদের সাথে হট্টগোল বাঁধে। জানতে পেরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের টিম হাতেনাথে ধরে ঐ চালককে জরিমানা করে। বুধবার (২৫ মার্চ) সকালে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ২টি টিম আলাদা করে অভিযান চালায় নগরীতে। এ সময় বিভিন্ন বাজার, দোকান, ফার্মেসিতে অভিযান চালিয়ে দেখা হয় কোথাও অতিরিক্ত দাম নেয়া হচ্ছে কিনা।
অভিযান চালানো হয় যারা সাম্প্রতিক সময় বিদেশ সফর করে এসেছেন যারা তারা হোম কোয়ারিন্টেন মানছেন কিনা। এ সময় বিভিন্ন ব্যবসায়ীর অনিয়ম পাওয়ায় আট হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান সময়ে নথুল্লাবাদ বাস টার্নালে মো সাঈদ হোসেন নামে যুবক পুলিশের সারজেন্ট পরিচয়ে দিয়ে চাদা আদায়ের সত্যতা পেয়ে ৭ দিনের জেল দেয় ভ্রাম্যমান আদালত।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের আহ্বান মেনে জনসমাগ এড়ানোর নির্দেশ দেয় ঐ ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে ভ্রাম্যমান আদালত দুটির একটিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হুদা এবং জিয়াউর রহমান। তাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বিএসটিআই, বিআরটিএর সদস্যরা অভিযানে অংশ নিয়ে সহযোগীতা করেন।
/এন এইচ