বিশ্বজুড়ে
বরকে ২-এর নামতা জিজ্ঞেস করল কনে, না পারায় ভাঙলো বিয়ে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিয়ের ভরা আসর। কিছুক্ষণ পরেই মালা বদল করে দু’জন দু’জনার হয়ে যাবেন বর ও কনে। কিন্তু এর আগেই যা ঘটলো তা হয়তো বর ঘুণক্ষরেও ভাবেননি।
মালাবদলের ঠিক আগ মুহূর্তে বরকে দুইয়ের ঘরের নামতা জিজ্ঞাসা করেন কনে। তবে বর সেটুকুও বলতে পারেনি। ফলে মালা ফেলে তাৎক্ষণিক বিয়ের মঞ্চ থেকে ত্যাগ করেন কনে। তিনি যুক্তি দেখান, অঙ্কের প্রাথমিক জ্ঞান নেই, এমন ছেলের সঙ্গে সংসার করা সম্ভব নয়।
শনিবার (১ মে) এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মাহোবা এলাকায়।
ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, পাত্র চিন্তাও করতে পারেননি, এমন ঘটনায় তার বিয়ে ভেঙে যেতে পারে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুই বাড়ির অভিভাবকরা দেখাশোনা করে বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। কিন্তু পাত্রীর স্বজনদের অভিযোগ, শুরু থেকেই পাত্রের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আড়াল করা হয়েছিল।
পাত্রীর বোন জানিয়েছেন, “আমার বোন যথেষ্ট সাহসী। তাই বিয়ের মণ্ডপ থেকেই জানিয়ে দিতে পেরেছে, ও এই ধরনের পাত্রকে বিয়ে করবে না।”
পরে গ্রামের কর্তাব্যক্তিদের আলোচনায় এ বিয়ে বাতিলের সিদ্ধান্ত হয়। দুই পক্ষই একে অপরকে সব উপহার, যৌতুক, গয়না ফেরত দিয়ে দেন।
/আরএম