দেশজুড়ে

বন্যায় কর্মহীন সিলেটের হাজারও বানভাসি মানুষ

ঢাকা অর্থনীতি ডেস্ক: সিলেটের বানভাসি মানুষের কাজকর্ম কেড়ে নিয়েছে টানা বন্যায়। কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। এ অবস্থায় সরকারের সহায়তা চান তারা।

সিলেটে এমন ভয়াবহ বন্যা আসে কয়েক যুগ পর। মাঠঘাট, খাল-বিল, নদীনালা সব একাকার। পানিতে সব থইথই করছে। দীর্ঘ ১৩ দিন এমন পরিস্থিতির মাঝে বানভাসি মানুষের দুর্ভোগের শেষ নেই।

বানের পানিতে সব তলিয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবীরা।

এমন পরিস্থিতি মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়, তাই বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওসমানী নগরের সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা।

তিনি বলেন, ‘যারা বিত্তশালী, তাদের আহ্বান করব, আপনারা এগিয়ে আসুন। দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি আপনারাও বানভাসি মানুষের পাশে দাঁড়ান।’

দীর্ঘস্থায়ী বন্যায় এখনো মানবেতর জীবন কাটাচ্ছেন সিলেটের ১৩ উপজেলার অন্তত ১৫ লাখ মানুষ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close