প্রধান শিরোনামবিনোদন
বন্ধ হচ্ছে না বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গত আগস্ট মাসের শেষ সপ্তাহে বসুন্ধরা সিটি শপিংমলের মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পায় স্টার সিনেপ্লেক্স। অক্টোবর ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল তাদের। সেই চুক্তি স্টার সিনেপ্লেক্স বাড়াতে চাইলেও বসুন্ধরা রাজি নয়।
বসুন্ধরা শপিংমলে ১৬ বছরে ধরে জনপ্রিয়তা নিয়ে চালু থাকা ছয়টি থিয়েটার বন্ধ হয়ে যাবে বলে ১ সেপ্টেম্বর বিষয়টি জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এমন খবরে চলচ্চিত্র শিল্প তথা সিনেমাপ্রেমীদে মাঝে নেমে আসে হতাশা।
সুখের খবর হলো, বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সের সর্ববৃহৎ আউটলেটটি চালু থাকছে। বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন করার সম্ভাবনা দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলের বরাতে তিনি বলেন, বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্স চালু রাখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। বসুন্ধরা সিটি চুক্তি নবায়ন করতে আগ্রহী হয়েছে। আগামীকাল (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানাবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
/এন এইচ