দেশজুড়েপ্রধান শিরোনাম
বন্ধ ঘোষণার ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ৬ ঘণ্টার বেশি সময় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যরাত থেকে ফেরি বন্ধ রাখলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, সোমবার দিবাগত রাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি ও লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। একপর্যায়ে রাত ৩টার দিকে বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ করা হয়।
এর আগে, ফেরি চলাচল বন্ধ হলে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহন বোঝাই দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার জানান, ঘন কুয়াশায় প্রায় ৬ ঘণ্টার মতো ফেরি বন্ধ থাকায় ঘাটের উভয় পাশে যানবাহনের লম্বা সারি তৈরি হয়।
/এনএ