সাভারস্থানীয় সংবাদ

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে;ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ঢাকা অর্থনীতি ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রক্তদানের কার্যক্রম সকলের মাঝে ছড়িয়ে দিতে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” এর সাভার উপজেলা শাখার উদ্যোগে ❝২৯১ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন❞ সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

( ২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারে রক্তদানের কার্যক্রম সকলের মাঝে ছড়িয়ে দিতে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” এর সাভার উপজেলা শাখার উদ্যোগে জাতীয় স্মৃতীসৌধে”২৯১তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন” আয়োজন করা হয়।

এই ক্যাম্পেইনটির মাধ্যমে স্থানীয় জনগণ ও দর্শনার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের গুরুত্ব এবং রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।

ক্যাম্পেইনে ৩৫০ জন এর অধিক মানুষ সফলভাবে রক্তের গ্রুপিং পরীক্ষা করিয়েছেন। এই ক্যাম্পেইনটি সাভার উপজেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের জনগণের জন্য একটি বড় সুযোগ ছিল তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানার এবং জরুরি সময়ে সাহায্যের জন্য প্রস্তুত থাকার।

ক্যাম্পেইনটিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ঢাকা বিভাগীয় সমন্বয়ক, ঢাকা বিভাগীয় অর্থ বিষয়ক সমন্বয়ক এবং সাভার উপজেলা শাখার দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পরিচালিত হয় এবং স্থানীয় সকল বয়সী মানুষ এতে অংশগ্রহণ করেন। এই কার্যক্রমে স্থানীয় সমাজের তরুণরা ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখান, যারা সমাজে রক্তদান সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ক্যাম্পেইনের শেষে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” এর সদস্যরা জানান, তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাবেন যাতে রক্তদান ও সঠিক রক্তের গ্রুপ সম্পর্কে মানুষ আরও সচেতন হয়।

এছাড়া, সংগঠনের পক্ষ থেকে সকল উপস্থিতি ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানানো হয়, এবং আশা প্রকাশ করা হয় যে, এই উদ্যোগে আরও বেশি মানুষ অংশগ্রহণ করবে ও রক্তদানে অংশগ্রহণ করবে।

“বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” তাদের এই কার্যক্রমের মাধ্যমে সমাজে রক্তদান সচেতনতা তৈরি করার পাশাপাশি মানুষের জীবন রক্ষা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close