দেশজুড়েপ্রধান শিরোনাম

‘বড় ধরনের রিজার্ভ সংকট হলে ঢাকার পাশে থাকবে বেইজিং’

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাখাইনে চলমান সহিংসতার অবসান চায় চীন। দ্রুতই অস্ত্র বিরতির প্রত্যাশার কথা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া তিনি বলেছেন, বাংলাদেশে বড় ধরনের রিজার্ভ সংকট হলে, অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার পাশে থাকবে বেইজিং।

রোববার (২৮ জানুয়ারি) সকালে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের সম্মতি পেলেই কাজ শুরু হবে।

রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা আছে। এর প্রভাব পড়ছে বিভিন্ন দেশে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বিজার্ভ ব্যবস্থাপনা নিয়ে কোনো সংকট তৈরি হলে, চীন সেখান থেকে উত্তরণে সহযোগিতা করবে। এক্ষেত্রে ঢাকাকে অগ্রাধিকার প্রদান করবে ঢাকা।

এর আগে সাক্ষাৎ করেন ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close