দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

বজ্রপাত থেকে বাঁচতে এক কোটি তালগাছ লাগানোর পরিকল্পনা বাতিল

নিজস্ব প্রতিবেদক: বজ্রপাত থেকে বাঁচতে দেশজুড়ে এক কোটি তালগাছ লাগানোর যে পরিকল্পনা নিয়েছিল সরকার, তা আর বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন দু্র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বুধবার (১১ মে) রাত সাড়ে ১০ টার দিকে প্রতিমন্ত্রী তার ফেইসবুক ওয়ালে এমন সিদ্ধান্তের কথা লেখেন।

তিনি বলেন, একটি তালগাছ বড় হতে ৩০ থেকে ৪০ বছর সময় লাগে। ইতিমধ্যে ৩৮ লাখের মতো তালগাছ লাগানো হয়েছিল। কিন্তু যত্নের অভাবে সে সব গাছ মারা যাচ্ছে। তাই মন্ত্রণালয়ের নির্দেশনার পর দেশজুড়ে তালগাছ লাগানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এখন তা বাতিল হলো।

প্রতিমন্ত্রী বলেন, সিদ্ধান্ত নিয়েছি, বজ্রপাতে মৃত্যু কমাতে সচেতনতা প্রচারণা ও আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করব।

এনামুর রহমান বলেন, “৪০ মিনিট আগেই মোবাইল অ্যাপে সতর্ক করতে পারবে। খোলা জায়গায় যারা থাকবে, তাদের জন্য ছোট করে লাইটনিং সেন্টার ও লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা হবে। ডিপিপি অনুমোদন হলে শুরু করব। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ৪০টি লাইটনিং অ্যারেস্টার বসানো হয়েছে।’

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close