দেশজুড়েশিল্প-বানিজ্য

বছরের সর্বোচ্চ রের্কড লেনদেন ঢাকার শেয়ারবাজারে

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ।

রোববার (২৮ মে)সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৭৫ কোটি টাকা। শুধু চলতি বছর নয়, গত সাড়ে ৬ মাসের মধ্যে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, এর আগে সর্বশেষ গত বছরের ৮ নভেম্বর ডিএসইতে সর্বোচ্চ ১ হাজার ৪৯৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপর ডিএসইতে লেনদেন আর হাজার কোটি টাকা ছাড়ায়নি। গত বছরের ২ থেকে ৯ নভেম্বর পর্যন্ত টানা ছয় দিন ঢাকার বাজারে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। এরপর চলতি মাসে পরপর তিন দিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ডিএসইতে।

ডিএসইতে সাম্প্রতিক সময়ের মধ্যে প্রথম হাজার কোটি টাকার লেনদেন ছাড়ায় গত বুধবার। ওই দিন ১ হাজার ১১০ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপর বৃহস্পতিবারও হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়। আর আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন আরও বেড়ে ১ হাজার ১৭৫ কোটিতে পৌঁছেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের মাঝামাঝি থেকে বাজারে কিছুটা গতি ফিরতে শুরু করে। তাতে নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের অনেকে আবার বাজারে সক্রিয় হয়। এ ছাড়া কিছু কিছু কোম্পানির শেয়ার নিয়ে কারসাজিকারকেরাও এ সময় সক্রিয় হয়েছেন। তাতে বাজারে লেনদেনে কিছুটা গতি দেখা যাচ্ছে।

শীর্ষস্থানীয় একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডিএসইর লেনদেনের একটি বড় অংশই এখন বিমা খাতনির্ভর। দেশের সব ধরনের মোটরযানের জন্য বিমা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। গত সপ্তাহ থেকে এ খবরটিই শেয়ারবাজারে বিমা কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। তাতে বিমার শেয়ারে ভর করে লেনদেনেও ঊর্ধ্বগতি বাজারে। লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে আজ। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪০ পয়েন্টে।

ঢাকার বাজারে আজ রোববার মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল বিমা খাতের কোম্পানি। এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিমা খাতের ৫৭ কোম্পানির মধ্যে ৫০টিরই দাম বেড়েছে। কমেছে ৪টির আর অপরিবর্তিত ছিল ৩টির দাম। তবে লেনদেনের শীর্ষে ছিল আনোয়ার গ্যালভ্যানাইজিং।

Related Articles

Leave a Reply

Nájdite užitočné tipy a triky na našej stránke, ktoré vám pomôžu s prípravou chutných jedál, zlepšia váš domáci život a poskytnú užitočné informácie o pestovaní zeleniny vo vašej záhrade. S našimi článkami a návodmi sa stanete majstrom v kuchyni a záhrade! 7 múch: 5 najlepších spôsobov Matematický problém, ktorý zlomil hlavu tisícom ľudí: Iba ostrieľaná rocková hviezda: Ako Tajomstvo starého Egypta pre lepší spánok: Rýchla hádanka pre zručných: nájdite Optická ilúzia: Odkryjte svoju skrytú silu v obraze Môže sliepka prežiť Zábavný optický klam: len ľudia s najostrýším zrakom Pokus o vašu rýchlosť: Tajomstvo náhrady produktov v šaláte: dokonalé odhalenie Oliviera Za 5 sekúnd nájdite bobra medzi mnohými kapybarami: výzva, Neobvyklý objev: Limetkový koláč za Nepriaznivé účinky a choroby: 5 Počet ľudí na obraze: iba tí Vyhľadajte číslo 83 medzi 88: Najlepší spôsob, ako otestovať Prečo sa soľ zvlhla a ako ju zachrániť: Hádanka pre šikovných: hľadajte medveďa v hustom lese Naučte sa nové triky a tipy, ako zlepšiť svoj každodenný život! Na našej stránke nájdete užitočné rady pre varenie, praktické nápady a články o záhradníctve, ktoré vám pomôžu pestovať skvelé plodiny. Zistite, ako ušetriť čas a peniaze s našimi šikovnými trikmi a zlepšiť kvalitu svojho života hneď teraz!
Close
Close