দেশজুড়েপ্রধান শিরোনাম

বঙ্গোপসাগরে ৩টি ট্রলার ডুবে নিখোঁজ ৫ জেলে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলোতে থাকা ৪০ জেলের মধ্যে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৫ জুলাই) রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে পৃথক তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার (০৬ জুলাই) দুপুরে পুলিশ বিষয়টি জানায়।

জানা যায়, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সেলিম মাঝির একটি ফিশিং ট্রলার শুক্রবার দুপুরে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যায়। ওই ট্রলারের দুই জেলে মো. হাসান (১৭) ও মো. মিজান (২৫) এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

এদিকে, উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মিজান ফকিরের মায়ের দোয়া নামে ফিশিং ট্রলারটি রাতে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়। পরে ভারতীয় একটি ট্রলার ১২ জেলেকে উদ্ধার করলেও দুইজন নিখোঁজ হন।

অপরদিকে, উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোহরাব প্যাদার একটি ফিশিং ট্রলার ১৩ জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে ডুবে যায়। এরমধ্যে ১২ জনকে উদ্ধার করা হলেও একজনের খোঁজ মেলেনি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ জানান, তিনটি ট্রলার ডুবির তথ্য আমাদের কাছে এসেছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close