দেশজুড়ে
বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস
ঢাকা অর্থনীতি ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি উত্তর ও উত্তর-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার।
শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ায় রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার, শ্রীমঙ্গল, চট্টগ্রাম ও তাড়াশে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৬ ডিগ্রি সেলসিয়াস।