দেশজুড়েপ্রধান শিরোনাম

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২০ জেলে নিখোঁজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে কয়েক ঘণ্টা পর একজন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২০ জেলে।

সোমবার রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন মাছ ধরার ট্রলার এফবি সাফওয়ান।

এর আগে, রোববার ভোরের দিকে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকায় ট্রলারটি ডুবে যায়। তবে ডুবে যাওয়া ট্রলারের নাম ও মালিকের নাম জানা যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরি আবহাওয়া থাকায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়ি ফিরছিলেন। পথে রোববার ভোরে আমিনাবাদ এলাকায় ২১ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়। একদিন পর সোমবার রাত ১১টার দিকে একজন উদ্ধার হলেও বাকি ২০ জেলেসহ ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে।

উদ্ধার হওয়া জেলে হাফিজুর রহমানের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরো বলেন, ট্রলারটি উল্টো হয়ে তলিয়ে গেছে। তাই বাকি ২০ জেলের জীবন নিয়ে সবাই শঙ্কিত।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close