দেশজুড়ে

বঙ্গবন্ধু মেডিকেল থেকে ‘পেট্রোল বোমা’ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার কক্ষের সামনে থেকে ওই পেট্রোল বোমাটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার কক্ষের সামনে থেকে ওই পেট্রোল বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি কিভাবে সেখানে গেল বা কে রাখল, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, গত সোমবার (৩ জুন) দিনগত রাতেও ওই একই জায়গায় কে বা কারা আগুন দিয়েছিল। এরপর আজ সেখান থেকে পেট্রোল বোমা উদ্ধার করলো পুলিশ। এসব ঘটনার পেছনে কার কী উদ্দেশ্য আছে, বলা মুশকিল।

Related Articles

Leave a Reply

Close
Close