দেশজুড়েপ্রধান শিরোনাম
বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সকল ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী উত্তম লাহেরি এ রিট আবেদন করেন।
চলতি সপ্তাহে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানান তিনি।
কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে মাদরাসা থেকে দুইজনকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটকের সময় তাদের পরনে ছিল পায়জামা-পাঞ্জাবি, মাথায় টুপি। পাঞ্জাবির ওপর ছিল মুজিব কোটও।
এ ভাঙচুরের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শহরের একটি মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
/এন এইচ