প্রধান শিরোনাম
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়ার শেরপুরে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১১ জন।
রোববার (২১ ফেব্রুয়ারি) ভোরে কলেজ গেট এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- পাবনার সাঁথিয়ার ইয়াকুব হোসেন, তার স্ত্রী সালমা, ছেলে ইমতি ও শিশু ইমতিয়াজ এবং বগুড়ার মিজান, ফিরোজ, নাদিয়া আক্তার, মৌসুমী, পাভিন, লাভলী ও শিবগঞ্জের শিশু লাফিজ।
জানা গেছে, এসআর পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা থেকে বগুড়ার আসার সময় ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়।
/এন এইচ