দেশজুড়ে

বগুড়ায় জমির বিরোধের জেরে ‍ছুরিআঘাতে নিহত ১

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিআঘাতে খুন হয়েছেন আলমগীর হোসেন নামের এক যুবক।শনিবার(২৮ ডিসেম্বর) বিকেলে, উপজেলার রাজারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলার সময় আলমগীরকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার বাবা ও দুই ভাই।

নিহত আলমগীরের ভাই হাসপাতালে চিকিৎসাধীন শাহিনুর রহমান বলেন,শনিবার(২৮ ডিসেম্বর) বিকেলে ২০ থেকে ২৫ জন যুবক নিয়ে নাইম ওই বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে আলমগীর তাতে বাধা দেন। এসময়, বাকবিতণ্ডার একপর্যায়ে নাইম ও তার সঙ্গে থাকা লোকজন ছুরিকাঘাত করে গুরুতর জখম করে আলমগীরকে। তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন তার বাবা লুৎফর রহমান এবং অন্য দুই ভাই মনিরুজ্জামান লেমন ও শাহীনুর রহমান।

স্বজনরা তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে আলমগীরের ছোট ভাই মনিরুজ্জামান লেমনের শারীরিক জখম গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অভিযুক্ত জুলকার নাইম শাজাহান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে গত জুন মাসে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, ‘জমি-জমার বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের প্রাথমিক ধারণা। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close