বিশ্বজুড়ে
ফ্রান্সে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফ্রান্সে মাইক্রোলাইট এয়ারক্র্যাফটের সঙ্গে অন্য এক বিমানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। দুটি বিমানে সবমিলিয়ে ওই ৫ জন যাত্রীই ছিলেন।
মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টে যাত্রী ছিলেন মাত্র দুজন। ডিএ ৪০ নামে অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন তিনজন। এটি একটি পর্যটক বিমান।
নাদিয়া সেঘিয়ার নামে ফান্সের এক সরকারি কর্মকর্তা জানান, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষ উপেক্ষা করতে পারেনি তারা। সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে যায়। দমকলের ৫০ জন কর্মীর তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাঁচ বিমানযাত্রীই মারা গেছেন। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
২০১৫ সালের মার্চে ফ্রান্সে যাত্রিবাহী বিমান ভেঙে ১৪৮ জন যাত্রীর নিহত হয়। জার্মান এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে ১৪২ জন যাত্রী ছাড়াও দুই পাইলটসহ ছয়জন কর্মী ছিলেন। মাঝ পথে দক্ষিণপূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় একটি স্কি রিসর্টের কাছাকাছি ভেঙে পড়ে।
ফ্রান্সের মাটিতে ২০০০ সালের পর এটাই ছিল প্রথম বিমান দুর্ঘটনা। ওই বছরের জুলাই মাসে প্যারিসের বাইরে এয়ার ফ্রান্স কনকর্ড বিধ্বস্ত হয়েছিল। এতে ১১৩ জনের প্রাণহানি ঘটে, যাদের বেশির ভাগই ছিলেন জার্মান নাগরিক।
/এন এইচ