দেশজুড়ে

ফেসবুকে বিদেশি বন্ধু সেজে প্রতারণা, আটক ৬

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণা চক্রের ৬ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ব্যাংকের ক্রেডিট কার্ড, নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ডিবি উত্তর বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হল- কাওছার, সাকিবুল হাসান, কাওছার হোসেন, হামিম মোল্লা, মেরাজুল ইসলাম সাগর ও খোরশেদ আলম।

ডিবির উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু সংবাদমাধ্যমে জানান, এ প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে বিদেশি নাগরিক সেজে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতার একপর্যায়ে সারপ্রাইজ গিফট পাঠাতে চায়। এজন্য ঠিকানা নিয়ে বিভিন্ন গিফট সামগ্রী যেমন-বিদেশি জুতা, বডি স্প্রে, স্বর্ণের চেইন, খামের ভেতরে কিছু ডলারের ছবি, আইফোন, আই প্যাড এবং সঙ্গে কিছু জামা-কাপড়ের ছবিসহ গিফট পার্সেল আকারে পাঠানোর ভিডিও তাদের কাছে পাঠায়।

এর কয়েকদিন পর চক্রের সদস্যরা ফোন করে বলেন, কাস্টমস অফিসে আপনার নামে একটি পার্সেল আছে। পার্সেলটি নিতে কাস্টমস অফিসে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হবে, এ বলে একটি একাউন্ট নাম্বার ভিকটিমকে দেয়। তখন ভিকটিম পার্সেলটি নেওয়ার জন্য একাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এরপর বিদেশি বন্ধুসহ টাকা চেয়ে যোগাযোগের নাম্বার বন্ধ করে উধাও হয়ে যায়।

চক্রটি এ অভিনব পন্থায় দীর্ঘদিন ধরে ফেসবুকে বিদেশি বন্ধু সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এডিসি বদরুজ্জামান জিলু।

Related Articles

Leave a Reply

Close
Close