দেশজুড়ে

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় মো. শামিম হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজার থেকে তাকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি সংবাদ সম্মেলনের নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, শাখাওয়াত হোসেন, আজিম উল আহছান, তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা।

আটক শামিম হোসেন লক্ষ্মীপুরের রায়পুর থানার রাঘালিয়া কলকোপা মুন্সিবাড়ির মৃত ওজিউল্লার ছেলে।

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় এ নিয়ে তিনজনকে আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনী।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ফেসবুকে প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বিকৃত ছবি দিয়ে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানো হয়। ‘এম ডি শামিম’ নামের ফেসবুক আইডি থেকে ‘মাথা কেটে নিচ্ছে নিরিহ মানুষের’ ‘পদ্মা সেতু নির্মাণের জন্য মাথা লাগবেই’, এরকম পোস্ট দেয় শামিম। বিষয়টি নজরে আসলে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট শামিমকে আটক করে।

তিনি আরও জানান, গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন তিনি। শামিমের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এতে গুজব ছড়ানোর তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close