Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ফের বিয়ের পিঁড়িতে

বিনোদন রিপোর্ট:

ফের বিয়ের পিঁড়িতে বসলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার স্বরসতী পূজার রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজ-কলমে সাত পাকে বাঁধা পড়েন তিনি। মধুমিতার স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপ্রিয়। বছর পাঁচের বেশি প্রেমের সম্পর্কে ছিলেন মধুমিতা-দেবমাল্য। গত বছরের মার্চের মাঝামাঝি অভিনেত্রী জানান, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা। সে অনুযায়ী গত ১৮ জানুয়ারি বাগদান সারেন তারা। ওইদিন সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুধুই আমার’।

প্রসঙ্গত, এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। পরে তাদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন জীবনে পা রাখলেন মধুমিতা।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন