দেশজুড়ে
ফেনীতে মাকে মারধর করায় বাবাকে হত্যা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফেনী শহরের একাডেমির বনানী পাড়ায় ব্যবসায়ী হুমায়ুন কবির (৪৫) হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে নিহতের ছেলে শাহাদাত হোসেন রিফাত।
নিহত হুমায়ুন কবির ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গাবতলা গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিফাত বলেন, ‘মাকে মারধর করার কারণে তোয়ালে পেঁচিয়ে বাবাকে হত্যা করেছি।’
সোমবার (৩ জুন) ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালতে রিফাত এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ফেনী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, ২৮ মে দিবাগত রাতে শহরের একাডেমির বনানী পাড়ায় ভাড়া বাসায় হুমায়ুন কবির খুন হন। হুমায়ুন কবির হত্যার চার দিন পর শনিবার (১ জুন) তার বোন ছলিমা আকতার বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় নিহতের ছেলে শাহাদাত হোসেন রিফাতকে ও স্ত্রী মনোয়ারা আক্তারকে (৪৫) আসামি করা হয়।
পুলিশ নিহত হুমায়ুনের ছেলেকে গ্রেফতার করলেও এখনও তার স্ত্রী মনোয়ারা আকতারকে গ্রেফতার করতে পারেনি।