দেশজুড়েপ্রধান শিরোনাম
ফেনীতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৮
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া এলাকায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে ফেনীর লেমুয়ায় এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শাহাদাত হোসেন (৩০) ও সুজন মিয়া। শাহাদাতের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায় আর সুজনের বাড়ি বিক্রমপুর।
এসআই কাওসার জানান, হতাহতরা ঢাকার মিরপুর থেকে প্রাইম প্লাস পরিবহনের একটি বাসে করে (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৫৭৮) পিকনিকের উদ্দেশে কক্সবাজার যাচ্ছিল। পথে নারায়ণগঞ্জ থেকেও তাদের সঙ্গে কয়েকজন যোগ দেয়। বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।