দেশজুড়ে

ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলে ৬৬৫ বোতল ফেনসিডিলসহ ৩ শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) একটি দল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী থানার রামচন্দ্রপুর গ্রামের মো. আফজাল হোসেনের স্ত্রী মোছা. মাহমুদা (৫৭), রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকার মো. মারুফ হোসেনের স্ত্রী মোছা. আলফাতুন (২৫) ও গাজীপুরের কালিয়াকৈর থানার সিমারপাড় গ্রামের সুমন দেওয়ানের স্ত্রী মোছা. আয়েশা খাতুন (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমির খসরুর নের্তৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) একটি দল  বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালায়।

সে সময় রেলস্টেশনের গেট সংলগ্ন মো. সবুর মিয়ার চায়ের দোকানের সামনে থেকে লাগেজ ট্রলি ও ব্যাগের মধ্যে অভিনব কায়দায় রাখা ৬৬৫ বোতল ফেনসিডিলসহ তাদের তিন জনকে আটক করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close